জুলাই-বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের ১০ মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পুলিশের পাশাপাশি বিচারিক ক্ষমতা নিয়ে সেনাবাহিনী মাঠে, তবু অসংখ্য অপরাধের ঘটনা ঘটেই চলেছে। একদিকে যৌথ বাহিনীর অভিযান চলছে, অন্যদিকে অপরাধী চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। উৎকণ্ঠার বিষয় হচ্ছে, দুষ্কৃতকারীরা বিভিন্ন বাহিনীর পোশাক ও পরিচয়ে লুট, ছিনতাই, হয়রানি ইত্যাদি করছে। র্যাবের পোশাকে শনিবার সকালে রাজধানীর উত্তরায় ফিল্মি স্টাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এজেন্টের ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাই করে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত। এমন ঘটনা বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানেই ঘটছে। এতে ক্ষতিগ্রস্ত, বিপন্ন ও বিভ্রান্ত জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সার্বিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে সরকারের। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কোনো অপরাধীই পার পাবে না। আর প্রকৃতই যদি কোনো বাহিনীর সদস্য এমন কোনো অপকর্মে জড়িত হন-তার বিরুদ্ধে অবিলম্বে কঠোরতম প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আইনের শাসন সমুন্নত রাখা, নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং আইন লঙ্ঘনকারীদের বিচারের আওতায় এনে সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষাই আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। এজন্যই জনগণের টাকায় তাদের লালনপালন, ভরণপোষণের ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে যে কোনো ব্যর্থতার দায় তাদেরই। কোনো অজুহাতের সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ পেশাদারি দৃঢ়তা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। তাদের প্রয়োজনীয় জনবল, যানবাহন, অস্ত্র, প্রযুক্তির ঘাটতি পূরণের বিষয়টিও সরকারের অগ্রাধিকার বিবেচনায় নেওয়া দরকার। রাষ্ট্র সংস্কারের যে কর্মযজ্ঞ চলছে, সেখানে এ বিষয়ও বিশেষ গুরুত্ব পাচ্ছে আশা করি। সামনে জাতীয় নির্বাচনের জোর প্রস্তুতি শুরু হচ্ছে। তার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।
শিরোনাম
- যেসব এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পুঁজিবাজার: সূচকের বড় উত্থানে চলছে লেনদেন
- তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে
- লাগামহীন খুন সন্ত্রাস চাঁদাবাজি
- মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির জয়, ডি পলের অভিষেক
- ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার
- জামিন পেলেন সেই ফারাবী
- মিয়ানমারের ‘দুর্লভ খনিজে’ চোখ যুক্তরাষ্ট্রের
- ভূমিকম্পের পর এবার রাশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত
- অ্যাঙ্গোলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সহিংস বিক্ষোভে নিহত ২২
- ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
- ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা
- ধোঁকা দেয়ার চিন্তা মনে হয় না কোনো দলের আছে : সালাহউদ্দিন
- শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
- এমন অবস্থা তৈরি করবেন না যাতে ফ্যাসিস্ট হাসিনা ফেরার সুযোগ পায় : ফখরুল
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদে নতুন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩১৬
- এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিরাপত্তা বিধিভঙ্গের ৫১ অভিযোগ
- হাসিনাকে রাতের ভোটের আইডিয়া দেন জাবেদ পাটোয়ারী
- সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান
আইনশৃঙ্খলা পরিস্থিতি
বাহিনীর সক্ষমতা বৃদ্ধি জরুরি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর