জুলাই-বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের ১০ মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পুলিশের পাশাপাশি বিচারিক ক্ষমতা নিয়ে সেনাবাহিনী মাঠে, তবু অসংখ্য অপরাধের ঘটনা ঘটেই চলেছে। একদিকে যৌথ বাহিনীর অভিযান চলছে, অন্যদিকে অপরাধী চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। উৎকণ্ঠার বিষয় হচ্ছে, দুষ্কৃতকারীরা বিভিন্ন বাহিনীর পোশাক ও পরিচয়ে লুট, ছিনতাই, হয়রানি ইত্যাদি করছে। র্যাবের পোশাকে শনিবার সকালে রাজধানীর উত্তরায় ফিল্মি স্টাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এজেন্টের ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাই করে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত। এমন ঘটনা বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানেই ঘটছে। এতে ক্ষতিগ্রস্ত, বিপন্ন ও বিভ্রান্ত জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সার্বিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে সরকারের। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কোনো অপরাধীই পার পাবে না। আর প্রকৃতই যদি কোনো বাহিনীর সদস্য এমন কোনো অপকর্মে জড়িত হন-তার বিরুদ্ধে অবিলম্বে কঠোরতম প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আইনের শাসন সমুন্নত রাখা, নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং আইন লঙ্ঘনকারীদের বিচারের আওতায় এনে সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষাই আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। এজন্যই জনগণের টাকায় তাদের লালনপালন, ভরণপোষণের ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে যে কোনো ব্যর্থতার দায় তাদেরই। কোনো অজুহাতের সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ পেশাদারি দৃঢ়তা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। তাদের প্রয়োজনীয় জনবল, যানবাহন, অস্ত্র, প্রযুক্তির ঘাটতি পূরণের বিষয়টিও সরকারের অগ্রাধিকার বিবেচনায় নেওয়া দরকার। রাষ্ট্র সংস্কারের যে কর্মযজ্ঞ চলছে, সেখানে এ বিষয়ও বিশেষ গুরুত্ব পাচ্ছে আশা করি। সামনে জাতীয় নির্বাচনের জোর প্রস্তুতি শুরু হচ্ছে। তার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।
শিরোনাম
- সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত হতাহতদের পুনর্বাসন: মির্জা ফখরুল
- জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- জুলাই গণঅভ্যুত্থানে তিন শহীদ স্মরণে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি
- সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৭৬১ জন
- নীলফামারীতে চার শহিদের নামে চার গাছ রোপণ
- খুলনায় অতিরিক্ত মদপানে ৫ জনের মৃত্যু
- যুক্তরাষ্ট্রসহ তিন গুরুত্বপূর্ণ মিশনে রদবদল
- মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে
- জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদের নামে বৃক্ষরোপণ
- কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
- সিদ্ধিরগঞ্জে হসপিটালে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
- চট্টগ্রামের ৪৬৪১টি পুকুরের মধ্যে ২৩৯০টিই বেদখল
- গাইবান্ধায় জাসাসের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- জামালপুরে জাসাসের প্রতিবাদী গণসঙ্গীত
- ঝালকাঠির নলছিটিতে নদীভাঙন রোধে মানববন্ধন
- জামায়াতে ইসলামী একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি : গোবিন্দ প্রামাণিক
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন
- মোংলায় যৌথ অভিযানে মাদকসহ চারজন আটক
- সন্ত্রাসীদের গ্রেপ্তারে ও বিচারে সহযোগিতা করুন : মাহফুজ আলম
- নেত্রকোনায় জুলাই আন্দোলনের গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আইনশৃঙ্খলা পরিস্থিতি
বাহিনীর সক্ষমতা বৃদ্ধি জরুরি
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর