নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে এবং স্বল্প আয়ের মানুষের জন্য হাহাকার সৃষ্টি করছে। সরকারের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গত এক বছরে মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র ক্রমান্বয়ে সীমিত হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ বেকারত্বের ঘানি টানছে। ব্যবসাবাণিজ্যে চলছে নজিরবিহীন মন্দা। উৎকোচে সমৃদ্ধ সরকারি কর্মচারী ছাড়া আম-জনতা ভালো নেই। মানুষের আয় না বাড়লেও বাড়ছে নিত্যপণ্যের দাম। ফলে আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি মেলানো দায় হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পকেটের ওপর এ চাপ শুধু আর্থিক নয়, এটি সামাজিক স্থিতিশীলতার জন্যও হুমকি। মানুষ যখন ন্যূনতম প্রয়োজনেই হোঁচট খায়, তখন সমাজে ক্ষোভ, হতাশা ও অনাস্থা বাড়ে। মধ্যবিত্ত শ্রেণির মধ্যে একটি নীরব ক্ষোভ জমছে। তাদের মতে, সংকটের সমাধান শুধু দাম কমানোতে নয়, আয় বৃদ্ধির ব্যবস্থাও জরুরি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। পণ্যের দাম বাড়লেও আয় একইভাবে বাড়ছে না, যার ফলে মানুষের জীবনযাত্রা দিনদিন কঠিন হয়ে উঠছে। বিশেষত নিম্ন আয়ের মানুষের জন্য এ পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে, যা মে মাসে ৯ শতাংশের ওপরে ছিল। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৭ দশমিক ৩৯ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ। অর্থাৎ বিবিএসের তথ্যমতে, মূল্যস্ফীতি কমতির দিকে। কিন্তু বাস্তবচিত্র কাজির গরু কিতাবে আছে গোয়ালে নেই। প্রতিটি নিত্যপণ্যের দাম গত এক বছরে বেড়েই চলেছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম পরানো। কিন্তু নির্দলীয় অন্তর্বর্তী সরকার পতিত সরকারের সমালোচনায় সময় ব্যয় করা ছাড়া তারা যে পূর্বসূরিদের চেয়ে ভালো- এটি প্রমাণ করতে পারেনি। আইনশৃঙ্খলার যাচ্ছেতাই অবস্থার পাশাপাশি নিত্যপণ্যের ঊর্ধ্বগতি লাখ লাখ মানুষের জীবনে দুর্ভোগ বয়ে আনছে। নিজেদের সুনামের স্বার্থেই সরকারকে এ ব্যাপারে তৎপর হতে হবে।
শিরোনাম
- নাটোরে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ঝালমুড়ি বিক্রেতা উদ্ধার
- সংবিধান সংশোধন জটিল করতেই কেউ কেউ পিআর পদ্ধতির প্রস্তাব দিচ্ছে : সালাহউদ্দিন
- প্রাইজবন্ডের ড্র, লাখ টাকা পুরস্কার পেল যেসব নম্বর
- আগামী নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ : তারেক রহমান
- অক্টোবরে আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প
- সিংড়ায় ৬০ পিস ইয়াবাসহ আটক ১
- পাইলটকে পুড়িয়ে হত্যায় সুইডিশ নাগরিকের যাবজ্জীবন
- সিংড়ায় ৩৯ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
- উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট
- শিক্ষাঋণ ২০ শতাংশ মওকুফ করছে অস্ট্রেলিয়া
- বগুড়ায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, জড়িতদের গ্রেপ্তারের দাবি
- পরমাণু আলোচনা পুনরায় শুরুর আগে ক্ষতিপূরণ দাবি ইরানের
- পাল্টে যাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের ট্রেনের সময়সূচি
- কালিয়াকৈরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায় : গণশিক্ষা উপদেষ্টা
- শহীদদের স্মরণে দিনাজপুরে আইনজীবী ফোরামের আলোচনা সভা
- আন্দোলনের মুখে লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
- বগুড়ায় বাঙালি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ঐতিহাসিক কুতুব মসজিদের দানবাক্স ভেঙে টাকা লুট, থানায় অভিযোগ