নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে এবং স্বল্প আয়ের মানুষের জন্য হাহাকার সৃষ্টি করছে। সরকারের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গত এক বছরে মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র ক্রমান্বয়ে সীমিত হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ বেকারত্বের ঘানি টানছে। ব্যবসাবাণিজ্যে চলছে নজিরবিহীন মন্দা। উৎকোচে সমৃদ্ধ সরকারি কর্মচারী ছাড়া আম-জনতা ভালো নেই। মানুষের আয় না বাড়লেও বাড়ছে নিত্যপণ্যের দাম। ফলে আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি মেলানো দায় হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পকেটের ওপর এ চাপ শুধু আর্থিক নয়, এটি সামাজিক স্থিতিশীলতার জন্যও হুমকি। মানুষ যখন ন্যূনতম প্রয়োজনেই হোঁচট খায়, তখন সমাজে ক্ষোভ, হতাশা ও অনাস্থা বাড়ে। মধ্যবিত্ত শ্রেণির মধ্যে একটি নীরব ক্ষোভ জমছে। তাদের মতে, সংকটের সমাধান শুধু দাম কমানোতে নয়, আয় বৃদ্ধির ব্যবস্থাও জরুরি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। পণ্যের দাম বাড়লেও আয় একইভাবে বাড়ছে না, যার ফলে মানুষের জীবনযাত্রা দিনদিন কঠিন হয়ে উঠছে। বিশেষত নিম্ন আয়ের মানুষের জন্য এ পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে, যা মে মাসে ৯ শতাংশের ওপরে ছিল। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৭ দশমিক ৩৯ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ। অর্থাৎ বিবিএসের তথ্যমতে, মূল্যস্ফীতি কমতির দিকে। কিন্তু বাস্তবচিত্র কাজির গরু কিতাবে আছে গোয়ালে নেই। প্রতিটি নিত্যপণ্যের দাম গত এক বছরে বেড়েই চলেছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম পরানো। কিন্তু নির্দলীয় অন্তর্বর্তী সরকার পতিত সরকারের সমালোচনায় সময় ব্যয় করা ছাড়া তারা যে পূর্বসূরিদের চেয়ে ভালো- এটি প্রমাণ করতে পারেনি। আইনশৃঙ্খলার যাচ্ছেতাই অবস্থার পাশাপাশি নিত্যপণ্যের ঊর্ধ্বগতি লাখ লাখ মানুষের জীবনে দুর্ভোগ বয়ে আনছে। নিজেদের সুনামের স্বার্থেই সরকারকে এ ব্যাপারে তৎপর হতে হবে।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
নিত্যপণ্যের দাম বাড়ছে
জীবনযুদ্ধে হার মানছে মানুষ
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর