বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

৩৬তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

শামসুল আলম

শিক্ষক, বিসিএস গাইড লাইন

৩৬তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

                [পূর্ব প্রকাশের পর]

১২.          নিপতনে সিদ্ধ বিসর্গসন্ধি কোনগুলো?

                উত্তর : বাচস্পতি তার আস্পদ হরিশ্চন্দ্রকে নিয়ে অহর্নিশ অহরাত্র পরিশ্রম করে অহরহ ভাস্কর তৈরি করে প্রাতঃকালে শিরঃপীড়ায় আক্রান্ত হয়ে মনঃকষ্টে ভুগছে।

                বাস্পতি = বাচঃ+পতি, আস্পাদ = আঃ+পদ, হরিশ্চন্দ্র = হরিঃ+চন্দ্র, অহর্নিশ = অহঃ+নিশা, অহরাত্র = অহঃ+রাত্র, অহরহ = অহঃ+অহ, ভাস্কর = ভাঃ+কর, প্রাতঃকাল = প্রাতঃ+কাল, শিরঃপীড়া = শিরঃ+পীড়া, মনঃকষ্ট = মনঃ+কষ্ট।

১৩.        বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনসন্ধি কোনগুলো?

                উত্তর : সংস্কৃত সংসদে সংস্কৃতির সংস্কার প্রস্তাব উত্থাপন না হওয়ায় পরিষ্কার উত্থান পরিষ্কৃত হলো।

                সংস্কৃত = সম+কৃত, সংসদ = সম+সদ, সংস্কৃতি = সম+কৃতি, সংস্কার = সম+কার, উত্থাপন=

                উৎ+স্থাপন, পরিস্কার = পরি+কার, উত্থান = উৎ+স্থান, পরিষ্কৃত = পরি+কৃত।

১.            ধাতু কাকে বলে?

                উত্তর : ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু।

২.            প্রত্যয় কাকে বলে?

                উত্তর : শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।

৩.           কৃৎ প্রত্যয় কাকে বলে?

                উত্তর : ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় কৃৎপ্রত্যয়।

৪.            তদ্ধিত প্রত্যয় কাকে বলে?

                উত্তর : শব্দমূল বা নাম শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়

৫.            বাংলা ভাষায় কৃৎ প্রত্যয় কত প্রকার?

                উত্তর : ২ প্রকার।

৬.           ধাতু ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

                উত্তর : রূপতত্ত্বে।

৭.            বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

                উত্তর : প্রাতিপদিক।

৮.           প্রকৃতি কী?

                উত্তর : যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাই প্রকৃতি।

৯.            ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী?

                উত্তর : উপধা।

১০.          চিহ্নটি ব্যবহার করা হয় কেন?

                উত্তর : ‘প্রকৃতি’ কথাটি বুঝানোর জন্য।

১১.         ধাতু কিংবা প্রাতিপদিক এর সাথে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কী বলে?

                উত্তর : ইৎ।

১২.          অজ্ঞতামূলক ধাতু কোনটি?

                উত্তর : হের।

১৩.        ‘ভিক্ষে মেগে খাই’ এই বাক্যে ‘মাগ’ ধাতুটি কোন ভাষা থেকে এসেছে?

                উত্তর : হিন্দি।

১৪.         কৃ, গম্, ধৃ, গঠ, স্থ ইত্যাদি কোন ধাতু?

                উত্তর : সংস্কৃত।

১৫.         ধাতুর গণ কতটি?

                উত্তর : ২০টি।

১৬.        ‘আঁট’ বিদেশি ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়?

                উত্তর : শক্ত করে বাঁধা অর্থে।

১৭.          ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কী?

                উত্তর : দুল্+অনা।

১৮.        ‘মশারি’-এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে-

                উত্তর : মশা+অরি।

১৯.         ‘মাধ্যমিক’ এর প্রকৃতি প্রত্যয় কী?

                উত্তর : মধ্যম+ষ্ণিক।

২০.         ‘হৈমন্তিক’ শব্দের প্রকৃতিক প্রত্যয় কোনটি?

                উত্তর : হেমন্ত+ষ্ণিক।

২১.          ‘জবানবন্দি’ শব্দে ‘বন্দি’ কোন ধরনের প্রত্যয়?

                উত্তর : বিদেশি তদ্ধিত প্রত্যয়।          

২৩.         ‘মহিমা’ শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?

                উত্তর : ইমন।

২৪.          বাহাদুর+ই = বাহাদুরি, এখানে ‘ই’ প্রত্যয় কোন অর্থে ব্যবহার হয়েছে?

                উত্তর : ভাব অর্থে।

২৫.         ‘খোর’ কোন অর্থে বিশ্লেষণ শব্দ গঠন করে?

                উত্তর : আসক্ত অর্থে।

২৬.         ডিঙি+আ = ডিঙা, এখানে ‘আ’ প্রত্যয় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

                উত্তর : বৃহদার্থে।

২৭.          ‘মানব’-এর প্রকৃতি প্রত্যয় কী?

                উত্তর : মনু+ষ্ণ।

২৮.        চোর+আই = চোরাই, এখানে ‘আই’ প্রত্যয় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

                উত্তর : বিশেষণ গঠনে।

২৯.         ইস্কাপন, রুইতন, হরতন প্রভৃতি কোন ভাষার শব্দ?

                উত্তর : ওলন্দাজ।

৩০.        বাংলা শব্দ ভাণ্ডারে দেশি শব্দ কত ভাগ?

                উত্তর : ২%।

৩১.        উলে­খযোগ্য দেশি শব্দ কোনগুলো?

                উত্তর : ডাগর চোখে কালা বোবা টোপর মাথায় ডিঙ্গায় চড়ে গঞ্জে গিয়ে চোঙ্গা ঢেঁকি চুলা কুলা না কিনে পেট ভরে কুড়ি টাকার ডাব মুড়ি খেল।

৩২.         বাংলা ভাষায় ব্যবহৃত ধর্ম সংক্রান্ত আরবি শব্দ কোনগুলো?

                উত্তর : যদি কোরআন হাদিস অনুযায়ী ইসলামের বিধান মেনে ইমান আমল ঠিক রেখে সালাত সাওম হজ যাকাত আদায় কর, অজুগোসল করে তওবা করে তসবি পাঠ করে কুরবানি কর, হালাল হারাম মেনে চল, তাহলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দাখিল করবেন।

৩৩.       বাংলা ভাষায় আগত উল্লেখযোগ্য প্রশাসনিক ও সাংস্কৃতিক আরবি শব্দ কোনগুলো?

                উত্তর : ইনসানের এজাহারের কারণে মহকুমার মুন্সেফ আদালতের এজলাসে কিতাব কানুন দেখে উকিল মোক্তারের কথা শুনে মামলা খারিজ করে এলেম অনুযায়ী দোয়াতে কলম ভিজিয়ে আলেমের পক্ষে রায় দিলেন। কারণ ঈদের দিন নগদ বাকি খাজনার কথা মনে না রেখে গায়েবি কোন কিচ্ছা শুনলে আখেরে আক্কেল হবে।

সর্বশেষ খবর