শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ভিনদেশিদের ঈদ

ভিনদেশিদের ঈদ

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। আর এই ঈদ-আনন্দ এখন সবার। আমাদের দেশে ঈদ মানেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষের মিলনমেলা। যেখানে কেবল দেশের মানুষই নয়, রয়েছে দেশের বাইরের মানুষও। পৃথিবী এখন অনেক ছোট। মানুষের কৃষ্টি-সংস্কৃতি, ধ্যান-ধারণা এখন বিশ্বব্যাপী বিস্তৃত। খুব সহজেই পৌঁছে যাচ্ছে দেশ থেকে দেশান্তর। মিশে যাচ্ছে অন্য দেশের সংস্কৃতি আর চিন্তাধারা। বাংলাদেশও এর থেকে ব্যতিক্রম নয়। আমাদের দেশে অনেক ভিনদেশি রয়েছে যারা খুব সহজেই মিশে গেছে আমাদের দেশ-মাতৃকার সঙ্গে। শরীরে জড়িয়েছে আমাদের দেশের শত শত বছরের ঐতিহ্য। কথা বলতে শিখেছে বাংলা ভাষায়! নিজেদের দেশ আর পরিবার ছেড়ে যারা বাংলাদেশে বসবাস করছেন, নিজস্ব সংস্কৃতিকে বুকে আগলে রেখে জড়িয়ে নিয়েছেন বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতিকেও। ভালোবেসেছেন বাংলাদেশের মাটি ও মানুষকে। কেউবা পড়াশোনা করছেন আবার কেউবা চাকরি, আবার কেউবা করছেন ব্যবসা। অনেকেই আবার নিজেদের স্থায়ী বাঙালি করে নিয়েছেন। বাংলাদেশকে করেছেন নিজের আপন ঘর। এমন কিছু ভিনদেশি মানুষের ঈদ ভাবনা নিয়ে ফ্রাইডের আয়োজন। বিভিন্ন দেশ থেকে আগত বিদেশিদের সঙ্গে কথা বলে তাদের ভাবনা তুলে ধরেছেন- সাদিয়া ইসলাম বৃষ্টি

 

 

সর্বশেষ খবর