শিরোনাম
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চ্যানেলে চ্যানেলে ভ্যালেন্টাইন

শোবিজ প্রতিবেদক

চ্যানেলে চ্যানেলে ভ্যালেন্টাইন

ভালোবাসা দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলো সেজেছে তার আপন রঙে। এই দিবসটিকে সামনে রেখে বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।

 

এটিএন বাংলা

এটিএন বাংলা সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে প্রভাতি অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’র বিশেষ পর্বে। দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘পত্রমিতালী’ রচনা : বৃন্দাবন দাস, পরিচালনা : সালাউদ্দিন লাভলু। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ পরিচালনা : সানজিদা হানিফ। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ক্যানভাসে ভালোবাসা’ রচনা : সেজান নূর, পরিচালনা— বি ইউ শুভ।

 

এনটিভি

এনটিভিতে বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সেলিব্রেটি টকশো ‘ভালোবাসার ঘর’। নাবিলা’র উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দেশের জনপ্রিয় জাদুশিল্পী দম্পতি জুয়েল আইচ ও বিপাশা আইচ এবং লেখক দম্পতি মঈনুল আহসান সাবের ও মিসেস সাবের।

 

আরটিভি

ভালোবাসা দিবস উপলক্ষে আসছে নাটক ‘মা’। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, খালেদা আক্তার কল্পনা। নাটকটি দর্শকের গল্পে নির্মিত। নির্মাণ করেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। নাটকটি প্রচার হবে আজ রাত ৭টা ৪০ মিনিটে আরটিভিতে।

 

বাংলাভিশন

সাত তারকা সিয়াম-সাবিলা নূর-বাঁধন, তাহসান-বিদ্যা সিনহা মিম, ফারহান আহমেদ জোভান-মেহজাবিন। এই সাতজনকে নিয়ে তৈরি হয়েছে ভালোবাসা দিবসের তিন নাটক।  আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে ভালোবাসা দিবসের নাটক ‘পলাতক সময় অথবা প্রেম’

অভিনয় করেছেন আবির মির্জা, তাসনুভা এলভিন, ওয়াহিদা মল্লিক জলি, আল মামুন প্রমুখ।

 

গাজী টিভি

কিঙ্কর আহসানের রচনায় পদ্মপাতা নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হুদা শাপলা। অভিনয় করেছেন মাজনুন মিজান, এফ এস নাঈম এবং ফারজানা শার্লিন। প্রচার হবে আজ রাত ৭:৪৫ মিনিট

 

বৈশাখী টেলিভিশন

বিশেষ টেলিফিল্ম  ভালোবাসার তিনবেলা। মূল ভাবনা টিপু আলম মিলন। মাসুম শাহরিয়ারের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী, আফসানা মিমি, শহীদুজ্জামান সেলিম, নাদিয়া মীম, সিয়াম, কল্যাণ কোরাইয়া ও নাজিরা মৌ। প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৩৫ মি. ভালোবাসা দিবসের বিশেষ নাটক রুপালি জোসনায়।

 

চ্যানেল আই

ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে বিশেষ বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৭.৩০ মিনিটে প্রচার হবে ‘গানে গানে সকাল শুরু ০১:০৫ মিনিটে রয়েছে ভালোবাসার গানের অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’। রাত ৭.৫০ মিনিটে নাটক ‘অন্য কোথাও’। বিশেষ নাটক ‘জেনিফার-এর চিঠি’ প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।

সর্বশেষ খবর