মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শাহীন সামাদের যুদ্ধের স্মৃতি

শোবিজ প্রতিবেদক

শাহীন সামাদের যুদ্ধের স্মৃতি

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ। ১৯৭১ সালে বিভিন্ন রিফিউজি ক্যাম্পে এবং মুক্ত অঞ্চল এলাকায় ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদের ও সাধারণ মানুষকে যুদ্ধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশাত্মবোধক গান পরিবেশন করতেন। একই সঙ্গে পুতুল খেলা ও মঞ্চনাটকের আয়োজনেও অংশগ্রহণ করতেন তিনি। মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পর আজও সেই দিনগুলোর কথা স্মৃতিতে অম্লান এ শিল্পীর। তিনি বলেন, ‘যুদ্ধের দিনগুলো কখনো ভুলে যাওয়ার মতো নয়। প্রতিটি দিন ছিল মৃত্যুর মুখোমুখি হওয়া। এমন দিন কীভাবে ভুলব? রাস্তায় রাস্তায় মৃত মানুষ দেখেছি। পাকিস্তানিদের অত্যাচার দেখেছি। নিজের চোখে আজও সেই দিনগুলো ভেসে ওঠে। শিউরে উঠি দিনগুলোর কথা মনে পড়লে।’ তিনি আরও বলেন, ‘১৮ বছর বয়সে যুদ্ধে অংশগ্রহণ করি। পরিবারে আমি ছিলাম সবার ছোট।’ এই সময়ের ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনলাইনে মুজিব জন্মশতবর্ষের কিছু অনুষ্ঠান করছি। এ মাসের শেষের দিকেও করার পরিকল্পনা আছে। অনলাইনের বাইরে এখন কিছু করার সুযোগ নেই। এ সময় লোকসমাগম করা ঠিক হবে না। গত নয় মাসে মাত্র তিন দিন জরুরি কাজে বাসা থেকে বের হয়েছি। চার মাসের একটা নাতি আছে। এই কারণে আরও বেশি সতর্ক থাকতে হচ্ছে। এখন তো করোনার প্রভাব আগের চেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। সতর্ক থাকতে হবে। 

 

সর্বশেষ খবর