সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অবশেষে হিন্দি ছবি আসছে

 শোবিজ প্রতিবেদক

অবশেষে হিন্দি ছবি আসছে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ভারতীয় ছবি আসছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমন ইঙ্গিত দিয়েছেন বলে জানান চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ। গতকাল ভারতীয় ছবি আমদানির বিষয়ে তথ্য ও সম্প্র্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে চলচ্চিত্রের ১৯ সংগঠন। ভারতীয় চলচ্চিত্র আমদানির বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকার কারণ ছিল চলচ্চিত্রের সব সংগঠন এ ব্যাপারে একমত হতে পারছিল না। গতকাল যখন সব সংগঠন একসঙ্গে এ ব্যাপারে একমত হয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় তখন মন্ত্রী এতে সন্তোষ প্রকাশ করে বলেন, চলচ্চিত্রের সবাই চাইলে সরকারের আর কোনো আপত্তি থাকার কথা নয়। তিনি মন্ত্রণালয়কে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্যসচিবসহ চলচ্চিত্র সংগঠনের কর্মকর্তা কাজী হায়াৎ, কাজী শোয়েব রশীদ, খোরশেদ আলম খসরু, শাহ আলম কিরণ, কামাল কিবরিয়া লিপু, সুদীপ্ত কুমার দাস, মিয়া আলাউদ্দীন, রিয়াজ, নিপুণ। ড. হাছান আরও বলেন, আমরা আপনাদের প্রস্তাব অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আনতে হবে। আমি ইতোমধ্যেই বলেছি, আপনারা যে আসবেন আজ সেটিও তাঁকে জানিয়েছিলাম। আমরা এখন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব। এটি বাস্তবায়ন করতে কতদিন লাগতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দ্রুততার সঙ্গে করার চেষ্টা করব। এদিকে কাজী শোয়েব রশীদ বলেন, এখন শাহরুখ খানের পাঠান আমদানি করা সময়ের ব্যাপার মাত্র।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর