বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

গারো-হাজং শিশুদের শিল্প প্রদর্শনী

শোবিজ প্রতিবেদক

নেত্রকোনার গারো পাহাড়ের ভারত-বাংলাদেশ সীমানা ঘেঁষা ছবির মতো সুন্দর ছোট্ট গ্রাম বারোমারি-লক্ষ্মীপুর। যেখানে গারো-হাজং মিলিয়ে প্রায় ১০০ এর বেশি পরিবার প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে প্রতিনিয়ত জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই গ্রামে মানুষের পাঁচটি মৌলিক চাহিদার যেখানে বিলাসিতা সেখানে তাদের শিশুদের মুখে হাসি ফোটাতে লাইটশোর গত ২৪ থেকে ২৬ জানুয়ারি ২০২৩ আর্ট ক্যাম্প ফর-ইন্ডিজেনাস কিডস শিরোনামে একটি ক্যাম্প আয়োজন করে। সেই আর্ট ক্যাম্পের গারো-হাজং আদিবাসী শিশুদের আঁকা নানা ছবি নিয়ে ঢাকার ইএমকে সেন্টারে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপি শিল্প প্রদর্শনী। ১ মার্চ থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে ৬ মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটিতে প্রদর্শনী বন্ধ থাকবে। ‘এ সং অব নেচারস চিলড্রেন” এ থিম এর এই প্রদর্শনীতে গারো এবং হাজং সম্প্রদায়ের ৬০ শিশুর আঁকা ১০০টি ছবি প্রদর্শন করা হচ্ছে। ১ মার্চ সকাল ৯টা ৩০ মিনিট  থেকে প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। ২০২৩ সালে চিত্রকলায় একুশে পদকপ্রাপ্তি বর্ণিল শিল্পী কনকচাঁপা চাকমা গত ২৮ ফেব্রুয়ারি প্রদর্শনীর কিউরেশন করেছেন।

সর্বশেষ খবর