কণ্ঠশিল্পী প্রীতম হাসান জিঙ্গেলের মাধ্যমে ভক্তদের জন্য নিয়ে এলেন নতুন উপহার। ‘কি নামে বলো ডাকি তোমাকে’ শিরোনামে গানটির কথা, সুর ও সংগীত করেছেন প্রীতম নিজেই। প্রীতম হাসানের কণ্ঠের জাদুর সঙ্গে ভিডিওটিতে মডেল হিসেবে ছিলেন মার্কিন অভিনেত্রী কেলসি নটেজ ও শাকিব খান। ‘দেওড়া’, ‘মা লো মা’ ও হালের ক্রেজ ‘লাগে উড়া ধুরা’ গানগুলোর ঈর্ষণীয় সাফল্য প্রীতম হাসানকে নিয়ে গেছে সাফল্যের চূড়ায়। চৌকশ এ গায়ক গানের পাশাপাশি অভিনয়েও সমান পারদর্শী। একের পর এক সুপারহিট পারফরম্যান্সের মাধ্যমে প্রীতম নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। এবার প্রীতম হাসানের জিঙ্গেলের সঙ্গে একটি ভিন্ন রোমান্টিক আঙ্গিকে নতুনভাবে দর্শকদের সামনে আসতে যাচ্ছে বিজ্ঞাপনচিত্রটি। মার্কিন অভিনেত্রী কেলসি নটেজের সঙ্গে মেগাস্টার শাকিব খানের রসায়ন আর তাঁর সঙ্গে প্রীতম হাসানের মায়াবী কণ্ঠের মিশেল ভক্তদের মন জয় করে নেবে তা বলা যায় নিঃসন্দেহে। জিঙ্গেলটি সম্পর্কে প্রীতম হাসান জানান, মডেল যখন শাকিব খান তখন আগ্রহ বেড়ে যায় বহুগুণে। কাজটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত।