বছরের শেষ প্রান্তে এসে সৈয়দ অমির গানে মডেল হয়েছেন আঁচল। গানের শিরোনাম- ‘দুই চাক্কার সাইকেল’। সালাউদ্দিন সাগরের কথায় গানটিতে সৈয়দ অমির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। গানটির সুর এ এন ফরহাদ এবং সংগীতায়োজন করেছেন সৈয়দ অমি নিজেই। কোরিওগ্রাফিতে ছিলেন রোহান ও বেল্লাল। মালয়েশিয়া এবং সিলেটের মনোরম লোকেশনে গানটির চিত্র ধারণ হয়েছে। সম্প্রতি সৈয়দ অমির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে চিত্রনায়িকা আঁচল বলেন, ‘বছরের শুরুতে আমাদের ‘মাতাল’ গানটি থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। চিন্তা করছিলাম বছর শেষে ভক্তদের জন্য ভিন্ন কিছু উপহার দেই। সেই ভাবনা থেকে ব্যতিক্রম ঘরানার একটি গান ‘দুই চাক্কার সাইকেল’।