ছোটপর্দার নায়িকা সাবিলা নূরের বড়পর্দায় আসা না আসা নিয়ে অনেক দিন ধরে চলছিল লুকোচুরির গল্প। রায়হান রাফির তাণ্ডব সিনেমায় তিনি অভিনয় করবেন, এমন আলোচনা দীর্ঘদিন ধরে মিডিয়াপাড়ায় চাউর ছিল। কিন্তু এতে ধোঁয়াশা তৈরি করে রেখেছিলেন নির্মাতা রাফি এবং স্বয়ং নায়িকা সাবিলা। কিন্তু কেন? অনেকের কথায় দর্শকদের চমক দেওয়ার জন্যই এমন স্বীকার-অস্বীকারের পথ বেছে নিয়েছিলেন তাঁরা। দুনিয়াজুড়ে মিডিয়া জগতে একটি ছবির দর্শক আনুকূল্য পেতে নির্মাতা বা সেই ছবির শিল্পীরা নানা স্ট্যান্টবাজি তৈরি করেন।
তাণ্ডবে সাবিলার অভিনয়ের ক্ষেত্রেও হয়তো তাঁরা দুজন এই পথ বেছে নিয়েছিলেন। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ ছবিটিতে সাবিলার অভিনয়ের কথা অস্বীকার করে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত মানুষের চোখকে ফাঁকি দেওয়া আর সম্ভব হয়নি। ধরা পড়ে গেছে তাদের লুকোচুরি। ঢাকার এফডিসির পর তা ফের শুটিং হচ্ছে রাজশাহীতে। আর সেখান থেকেই শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের রোমান্সের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটিতে যে শাকিব খানের পাশে সাবিলা নূর বসা তা স্পষ্টই বোঝা যাচ্ছে। সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে। জানা যায়, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন।