সাংস্কৃতিক সংগঠন নন্দনের আয়োজনে শনিবার রাজধানীর ছায়ানটের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ শিরোনামের সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী এবং জয়ীতা তিথি। নজরুল সংগীত পরিবেশনায় ছিলেন ইয়াসমিন মুশতারী এবং আফসানা রুমকি। গানের পাশাপাশি ‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ শিরোনামের এ অনুষ্ঠানে রাখা হয় আবৃত্তিও। যা আয়োজনের সৌন্দর্য দ্বিগুণ করে। আবৃত্তিতে অংশ নেন জয়ন্ত রায় এবং হাসিনা আহমেদ সোমা। এ অনুষ্ঠানটির পরিকল্পনা ও সার্বিক সহায়তায় ছিলেন ফেরদৌসি কাকলী। যার হাত ধরেই নন্দন ২৩ বছর ধরে পরিচালিত হচ্ছে। তিনি জানান, তাদের সংগঠনের এটি ছিল ৮১তম আয়োজন।