গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে 'অশালীন নাচ'র কারণে এবার ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন পপগায়িকা বিয়োন্সি নোলস।
সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ডে পারফর্ম করেন নোলস। তার সঙ্গে পারফরম্যান্সে অংশ নেন স্বামী জেজি। কিন্তু অনেকের মতে, ওই তারকা দম্পতির নাচের ভঙ্গি এতটাই অশ্লীল ছিল যে, ভক্তদের সমালোচনার শিকার হয়েছেন তারা। বিশেষ করে সচেতন বাবা-মায়েরা মনে করছেন, পপসংগীতের জনপ্রিয় এ দুই শিল্পীর এ ধরনের নাচ দেখে তাদের সন্তানের ওপর খারাপ প্রভাব পড়বে। অনুষ্ঠানের পর টুইটারে অনেক অভিভাবক তাদের মনের ক্ষোভ প্রকাশ করেন। একজন লেখেন, 'আমি সত্যি দুঃখিত বিয়োন্সি! গ্র্যামি এখন দেখার অযোগ্য হয়ে গিয়েছে।'