গত বছর একাধিক ছবিতে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সোনাক্ষি সিনহা। বিশেষ করে অক্ষয় কুমারের বিপরীতে 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই দুবারা' এবং শহিদ কাপুরের বিপরীতে 'আর রাজকুমার' ছবিগুলোতে সোনাক্ষির অভিনয়-পারফরমেন্স বেশ প্রশংসিত হয়। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে সমপ্রতি 'চেন্নাই এঙ্প্রেস' ও 'গোলমাল' খ্যাত পরিচালক রোহিত শেঠির নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সোনাক্ষি। এই ছবিতে তিনি কাজ করবেন অক্ষয় কুমারের বিপরীতে। এই প্রথম অক্ষয়-সোনাক্ষি জুটিকে নিয়ে ছবি নির্মাণ করছেন রোহিত শেঠি। রোমান্টিক-অ্যাকশননির্ভর এই ছবিতে প্রেমিক-প্রেমিকা চরিত্রেই অভিনয় করবেন তারা। ছবিতে বেশ খোলামেলা হয়ে দর্শকদের সামনে আসবেন সোনাক্ষি। পাশাপাশি বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যেও অক্ষয়ের সঙ্গে ক্যামেরাবন্দি হবেন তিনি। ছবিতে প্রথমবারের মতো মিনি স্কার্ট পরে আবির্ভূত হবেন সোনাক্ষি। এর আগে টপলেস পোশাকে তাকে পাওয়া গেলেও মিনি স্কার্টে কখনো অভিনয়ে রাজি হননি তিনি। বেশ কিছু গানে তাকে মিনিস্কার্ট পরা অবস্থায় দেখা যাবে। এই পোশাক পরতে হবে বলে নিজের ওজনও কমিয়েছেন সোনাক্ষি। গত এক মাসে অন্তত ৫ কেজি ওজন কমিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে সোনাক্ষি সিনহা বলেন, রোহিত শেঠির এই ছবিতে কাজের জন্য ওজন কমিয়েছি আমি। ৫ কেজি ওজন এক মাসে কমাতে পারব কখনো ভাবিনি। এক্ষেত্রে রোহিত শেঠি আমাকে সব সময় উৎসাহ দিয়েছেন। প্রতিদিন আমার খবরাখবর নিয়েছেন। অবশেষে ছবিতে ছোট কাপড় পরার জন্য ওজন কমাতে পেরেছি। নিজেকে আয়নার সামনে দেখতে অনেক ভালো লাগছে। আশা করছি ছবিটির শুটিং ভালোভাবে শেষ করতে পারব।