ক্যাট ওয়াক করতে হবে শুনলেই ভয় পায় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অথচ র্যাম্পে ক্যাট ওয়াকের অভিজ্ঞতা দীর্ঘদিনের। তিনি তো প্রাক্তন মিস ওয়ার্ল্ড। অনেকবারই র্যাম্পে হেঁটেছেন তিনি। প্রিয়াংকার কথায়, র্যাম্পে হাঁটার কথা ভাবলেই এখনও আমার ভয় করে। আমি সবকিছুই করতে পারি, কিন্তু এই কাজটা নয়। আমি নার্ভাস হয়ে পড়ি। আমার মডেল বন্ধুরা তখন আমাকে সাহস জোগায়, টিপস দেয়। তারপরই আমি স্বাভাবিক থাকতে পারি।
রবিবার চলতি ল্যাকমে ফ্যাশন উইক সামার/ রিসর্ট ২০১৪-র পঞ্চম দিনে ডিজাইনার লীতা লুল্লার কালেকশনে ক্যাট ওয়াক করলেন প্রিয়াঙ্কা। এই পোশাক পরে তিনি যে খুব স্বচ্ছন্দ্যে ছিলেন তা জানাতে ভোলেন নি বলিউড ডিভা। প্রিয়াঙ্কা বলেছেন, লীতার মতো ডিজাইনারের কালেকশনে র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা সত্যিই অসাধারন।