শেখ শ্যামল আমাদের কাছে মডেল হিসেবে সবার কাছে পরিচিত। ইতিমধ্যে বেশ কিছু মিউজিক ভিডিও-তে মডেল হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি। পাশাপাশি একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন। সম্প্রতি তিনি মডেল হিসেবে কাজ করেছেন "ষ্টাইল" মেহেদী বিজ্ঞাপনে। অনুরূপ আইচ এর তত্ত্বাবধানে বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেছেন খন্দকার বাপ্পি। তার সঙ্গে মডেল হিসেবে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। প্রসঙ্গক্রমে মডেল শ্যামল বলেন, "এতবড় একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পাব কখনই ভাবিনি। আশাকরি বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে। "দেশী টায়রো" ব্যানারে এ বিজ্ঞাপনটির পাশাপাশি "twenty one" চলচ্চিত্রে অভিনয় করবে শ্যামল।