ছোট পর্দার অভিনেতা আল মামুনের আদর্শ নায়ক রাজ্জাক। তাই স্বপ্ন দেখতেন জীবনে একবার হলেও নায়করাজের সঙ্গে একই ছবিতে অভিনয় করবেন। দেরিতে হলেও আল মামুনের সেই স্বপ্ন পূরণে হাত বাড়িয়ে দিয়েছেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার। তিনি তার নতুন চলচ্চিত্র 'মন জানেনা মনের ঠিকানা' ছবিতে একটি গুরুত্বপূর্ণ (ডাক্তার) চরিত্রে কাজ করার সুযোগ দিয়েছেন মামুনকে। ছবিতে নায়ক রাজ রাজ্জাক অভিনয় করছেন জজ সাহেবের চরিত্রে। কেমন লাগছে একই ছবিতে নায়করাজ রাজ্জাকের সঙ্গে অভিনয় করতে? জবাবে আল মামুন বলেন, 'রাজ্জাক ভাই এদেশের কিংবদন্তি অভিনেতা। তার তুলনা তিনি নিজেই। কিন্তু কোনোদিন একই ছবিতে তার সঙ্গে অভিনয় করতে পারব ভাবিনি। আমি সত্যিই পুলকিত, আনন্দিত। নায়করাজ বলেন, 'আল মামুনের অভিনয় আমি দেখেছি। আমার বড় ছেলে বাপ্পা তার সঙ্গে অভিনয় করেছে। খুবই ভালো অভিনয় করেন। এই ছবিতেও বেশ ভালো অভিনয় করছেন।'