আসছে ঈদুল ফিতর উপলক্ষে জুলাই মাসের প্রথম দিকে প্রকাশ পাচ্ছে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের তৃতীয় একক অ্যালবাম 'ঠিক এভাবেই'। আজব রেকর্ডসের ব্যানারে বাজারে আসছে অ্যালবামটি। অ্যালবামের সিডির সঙ্গে ১৬ পৃষ্ঠার বইও থাকছে।
বিশ্ব সংগীত দিবস ২১ জুন। এ উপলক্ষে 'ঠিক এভাবেই' অ্যালবামটি বিশ্বব্যাপী ডিজিটাল ফরম্যাটেও প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গতকাল ৭ জুন অ্যালবামের 'কাকভেজা' শিরোনামের একটি গান
প্রকাশ পেয়েছে। 'ঠিক এভাবেই' অ্যালবামটিতে গান থাকছে মোট ছয়টি। সব কটি গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার।