হিন্দি সিনেমার সুপারহিরো 'কৃশ' উড়াল দিচ্ছেন হলিউডে। সম্প্রতি গুঞ্জন উঠেছে 'ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস'-খ্যাত পরিচালক রব কোহেনের সিনেমায় কাজ করতে পারেন হৃত্বিক রোশান। জি নিউজ বলছে, সম্প্রতি মুম্বাইয়ের এক হোটেলে কোহেনের সঙ্গে নৈশভোজ সারতে দেখা গেছে রোশান পরিবারকে। এই নির্মাতার সঙ্গে হৃত্বিকের ঘনিষ্ঠতা দেখে এখন অনেকেই ভাবছেন হলিউডের টিকিট পেতে আর দেরি নেই তার। কোহেনের আগামী সিনেমাতেই হয়তো দেখা যাবে হৃতি্বককে। তার ভারত সফরও কিন্তু এই প্রথম নয়। হৃত্বিকের সঙ্গে এ ব্যাপারে নাকি আরও অনেক আগে থেকেই চলছে আলোচনা। বলিউড হার্টথ্রব হৃত্বিক হলিউডেও বেশ জনপ্রিয়।