রাতের আধাঁরে 'আশিটি টু' চলচ্চিত্রটির নায়ক আদিত্য, নায়িকা শ্রদ্ধা কাপুরের ফ্লাটে গিয়েছিলেন। শুধু তাই নয়, সারা রাত সেই ফ্লাটে দুজনে একসঙ্গে অবস্থান করার পর শেষ রাতের দিকে নিজের বিএমডাব্লিউ গাড়ি নিয়ে আবারো নিজে গন্তব্যে ফিরে যান আদিত্য। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলো থেকে এ খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি সাদা রঙের বিএমডাব্লিউ গাড়িতে করে শ্রদ্ধা কাপুরের অ্যাপার্টমেন্টে আসেন আদিত্য। তারপর সোজা ঢুকে পড়লেন শ্রদ্ধার ফ্ল্যাটে। সারা রাত শ্রদ্ধার অ্যাপার্টমেন্টের নিচে আদিত্যর গাড়িটি দেখা গেলেও, ভোর রাতের দিকে হঠাৎ করেই হন্তদন্ত হয়ে গাড়ি নিয়ে বের হয়ে যান আদিত্য।
উল্লেখ্য, কয়েকমাস আগে খবর বের হয়, একটি পাঁচতারা হোটেল সারা রাত একসঙ্গে ছিলেন আদিত্য-শ্রদ্ধা।