অনুরাগ কাশ্যপের নতুন টিভি সিরিজ 'যুদ্ধ'র শ্যুটিং এ ৭১ বছর বয়সী অমিতাভ বাচ্চন নিজের স্টান্ট নিজে করে তাক লাগিয়ে দিয়েছেন গোটা ইউনিটকে। তবে একটি দৃশ্য শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন বিগবি।
জানা গেছে, গাড়ির ওপর থেকে লাফ দেওয়ার এক দৃশ্য হঠাৎই তলপেটে চোট খান অমিতাভ। ব্যাথার চোটে কিছুক্ষণ শুইয়ে থাকেন মাটিতেও, তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়ায় জলদি সুস্থও হয়ে যান অমিতাভ। তবে এই ছোট্ট দুর্ঘটনা দমাতে পারেনি বিগবিকে। আধঘণ্টার ব্রেক নিয়ে ফের শ্যুটিং করতে শুরু করেন বাচ্চন।