প্রথমবারের মতো কলকাতা চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী কণা। দ্রণো আচার্য্যের পরিচালনায় চলচ্চিত্রটির নাম 'অন্তজ'। আর গানের কথা লিখেছেন জনপ্রিয় লিরিসিস্ট সাজ্জাদ হুসাইন। 'নতুন দিনে নতুন পাখি, নতুন আগন্তুক সময় থেকে পালিয়ে বেড়াই আমি অহেতুক' শিরোনামের গানটিতে গতকাল মিরপুরের একটি স্টুডিওতে কণ্ঠ দেন কণা। এই প্রসঙ্গে সাজ্জাদ হুসাইন জানান, এর আগে আমি দ্রণো আচার্য্যের আরও একটি চলচ্চিত্রে কাজ করেছিলাম। ওই চলচ্চিত্রটির নাম ছিল 'নদীরে তুই'। এটি তার সঙ্গে আমার দ্বিতীয় কাজ। আশা করি ভালো লাগবে। ছবির পরিচালক দ্রণো আচার্য্য বলেন, আমি ২০১২ সালে বাংলাদেশে এসেছিলাম। ওই সময় আমি কণার গান শুনেছিলাম। আর দেশে যাওয়ার সময় সঙ্গে করে তার দুটি সিডি নিয়ে গিয়েছিলাম। তার গান ভালো লাগে এবং আমার এই ছবিতে কাজ করার জন্য অনুরোধ করি। আর অবশেষে তিনি আমার এই ছবিতে গান গাইলেন। আমি মনে করি, বাংলাদেশে অনেক গুণী শিল্পী রয়েছেন। যারা আমাদের দেশের কণ্ঠশিল্পীদের তুলনায় কোনো অংশে কম নয়। তার মধ্যে কণাও একজন। অন্যদিকে কণা বলেন, বিষয়টি আমার কাছে অনেক আনন্দের। কলকাতার একজন গুণী পরিচালকের ছবিতে গান গাইতে পেরে আমার ভালো লাগছে। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।