পরিচালক রুলীন রহমান তার নিজের রচনা ও পরিচালনায় আরটিভির জন্য একটি নতুন 'ডেইলি সোপ' নির্মাণের কাজ শুরু করেছেন। ডেইলি সোপ'টির নাম দিয়েছেন তিনি 'মায়ার খেলা'। তার নতুন এই ডেইলি সোপ-এ এবারই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন অভিনেতা জিতু আহ্সান, ইন্তেখাব দিনার ও সাঈদ বাবু। জিতু আহ্সান ও দিনার এর আগে একসঙ্গে দুতিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও এবারই প্রথম তারা একসঙ্গে ডেইলি সোপে কাজ করছেন। নাটকে জিতু আহ্সান ও দিনার দুই বন্ধুর চরিত্রে এবং সাঈদ বাবু অভিনয় করছেন জিতুর ছোট ভাইয়ের চরিত্রে। ডেইলি সোপটিতে অভিনয় প্রসঙ্গে সাঈদ বাবু বলেন,' দুজন প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করছি, এটা অনেক ভালোলাগার।' পরিচালক রুলীন রহমান জানান আসছে ঈদের পরপরই নতুন এই ডেইলি সোপটি আরটিভিতে প্রচার শুরু হবে। আশা করছি ভালো লাগবে।