গত ৬ এপ্রিল থেকে মহুয়া চক্রবর্তীর 'গ্ল্যামার' ছবি নিয়ে ব্যস্ত আছেন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী রুহি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, সব্যসাচী চক্রবর্তী, অভ্রজিৎ, শান্তিলাল প্রমুখ। বহুজাতিক প্রতিষ্ঠানের রীতিনীতিকে ঘিরেই এর কাহিনী এগিয়েছে। রুহি কলকাতার কাজ শেষ করে বর্তমানে লন্ডনে আছেন। সেখানে তার অভিনীত 'সংগ্রাম' ছবিটির কয়েকটি প্রদর্শনী রয়েছে।
ছবি প্রসঙ্গে রুহি মুঠোফোনে জানান, ২০১১ সালে এ ছবিতে চুক্তিবদ্ধ হই। নানা কারণে ছবিটির কাজ শুরু হতে বিলম্ব হয়েছে। করপোরেট ইস্যু নিয়ে তৈরি করা ছবিটিতে কাজ করে আমি ভীষণ আনন্দিত। এখানে আমাকে দেখা যাবে সুপার মডেল জোহানা মিশেলের ভূমিকায়। সেপ্টেম্বরের শেষে ছবিটি মুক্তি পাবে বলে জেনেছি।' তিনি আরও বলেন, বড় বাজেটের আন্তর্জাতিক মানের ভালো গল্পের ছবি এটি। আমি অনেক আগে থেকেই কলকাতার ছবি পছন্দ করি। আমার আগ্রহ থেকেই শেষ পর্যন্ত এ ছবিতে কাজের সুযোগ মিলল।