নতুন দুটি বিজ্ঞাপনে জুটি হয়ে কাজ করছেন অভিনেতা-কাম মডেল শিশির আহমেদ ও তামান্না। গতকাল উত্তরার বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনের শুটিং শুরু হয়েছে। বিজ্ঞাপনের একটি জিঙ্গেল এবং অন্যটা কমেন্ট্রি বেইজ। বিজ্ঞাপন দুটি নির্মাণ করছেন নির্মাতা নারায়ণ দাস। শিশির আহমেদ মিডিয়াতে নিয়মিত কাজ করলেও এই বিজ্ঞাপন দিয়েই তামান্নার মিডিয়ায় অভিষেক ঘটতে যাচ্ছে। একই সঙ্গে নতুন দুই বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে শিশির বলেন, বরাবরের মতোই আমার কাছে বিজ্ঞাপনের গুরুত্বটা সবচেয়ে বেশি। এতে অল্প সময়ের মধ্যে নিজেকে উপস্থাপনের সুযোগ থাকে। এত জনপ্রিয় একটা কোম্পানির বিজ্ঞাপনে কাজ করে বেশ ভালো লাগছে। তামান্না বলেন, নারায়ণ দাদার হাত ধরে মিডিয়ায় পা রাখলাম। আমি তার কাছে কৃতজ্ঞ। শুরুতেই বড় বিজ্ঞাপনে কাজ করা যে কোনো শিল্পীর জন্যই সৌভাগ্যের। এ কাজটি আমাকে প্রেরণা জোগাবে। আর কো-আর্টিস্ট হিসেবে শিশির বেশ কো-অপারেটিভ।'
সবকটি চ্যানেলেই খুব অল্প সময়ের মধ্যেই বিজ্ঞাপন দুটি প্রচারে আসবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।