কোনো সিনেমা নয়। বাস্তব জীবনেই নিজের দেহ দানের কথা জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দেবদূত ঘোষ পরিচালিত দেহদানবিষয়ক ছবির প্রথম প্রদর্শন উপলক্ষে এই ঘোষণা দেবেন বলে জানা গেছে। সিনেমার নায়িকার সৌন্দর্য, রূপ-লাবণ্য নিয়ে আমাদের প্রত্যাশার বুঝি শেষ নেই। রূপ হবে দেবীর মতো, ত্বক হবে বেবির মতো, চাহনি হরিণীর মতো, পীনোন্নত বক্ষে তিনি হার মানাবেন গ্রিক দেবী হেলেনকে, নিতম্বের গুরুতায় পেছনে পড়ে যাবে কালীদাসের ঊমার বর্ণনা, হাসিতে তার বিভঙ্গের কথা মনে পড়লে ঘুমের ওষুধেও কাজ হবে না, তার চোখে জল দেখলে আপনার চোখেও জল আসবে। আরও...আরও...আরও অনেক ফ্যান্টাসি তাকে ঘিরে, তার শরীর ঘিরে।