মিডিয়ায় পুরনোদের পাশাপাশি আগমন ঘটেছে অনেক নতুন অভিনেতা-অভিনেত্রীর। পুরনোদের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে এগিয়ে চলেছেন তারাও। এরই ধারাবাহিকতায় মিডিয়ার দুটি জনপ্রিয় মুখ অন্তু করিম ও টয়া। বর্তমানে রবির একটি বিজ্ঞাপন দিয়ে আলোচনায় উঠে এসেছেন অন্তু করিম। পাশাপাশি টেলিভিশন ও একটি রিয়েল এস্টেটের বিজ্ঞাপনের কাজও করেছেন তিনি। এ ছাড়া 'সুইসাইড', 'মূর্তি', 'দৌড়' শিরোনামের ঈদের নাটকে কাজ করেছেন তিনি। অন্যদিকে 'সাতটি তারার তিমির', 'রাব্বু ভাইয়ের বৌ', 'নোনা জল', 'নীড় খুঁজে গাংচিল' ও ঋৃহির শিরোনামের নাটকে কাজগুলো শেষ করেছেন অভিনেত্রী টয়া।