চৌকোনো সবুজ ময়দানে আর কয়েকদিন পরেই দ্যুতি ছড়াবেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের বাইরে ব্যক্তিগত জীবনেও সমান আলোচিত তিনি। আর তার প্রেমিকা ইরিনা শায়েক সারাক্ষণই আছেন সবার নজরে। গত মাসে ভোগ সাময়িকীর প্রচ্ছদে স্থান হয় এই প্রেমিক যুগলের।
এবার চলচ্চিত্রে অর্ধনগ্ন অবস্থায় অভিনয়ের জন্য আলোচনার ঝড় তুলেছেন ইরিনা। ২৮ বছর বয়সী এই রুশ সুপার মডেল অভিনয় করেছেন ‘হারকিউলিস : দ্য থ্রেসিয়ান ওয়ার’ ছবিতে। এতে নাম ভূমিকায় দেখা যাবে রেসলিং তারকা ডোয়ায়েন জনসনকে। 'দ্য রক' নামেই তিনি বেশি পরিচিত। হারকিউলিসের স্ত্রী মেগারা চরিত্রে কাজ করেছেন ইরিনা।
‘হারকিউলিস : দ্য থ্রেসিয়ান ওয়ার’ মুভিটি পরিচালনা করেছেন ব্রেট রেটনার। এটি ২৫ জুলাই মুক্তি পাবে।