পাশাপাশি পাঁচজন। হৃত্বিক রোশন, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, অজয় দেবগণ ও রণবীর সিং। না কোন অ্যাওয়ার্ডে নয়। এই পাঁচ বলিউড স্টারকে একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়। সঙ্গে থাকছেন ‘ডান্স গুরু’ প্রভুদেবাও। তাঁর চেষ্টায়ই প্রথমবার বলিউড শাহেনশা বিগ বি আর নয়া জেনারেশনের হার্টথ্রব রণবীরকে দেখা যাবে একসঙ্গে। সিনেমায় অভিনয় করছেন না। কোরিওগ্রাফার গণেশ আচার্যের সিনেমা ‘হে ব্রো’-র প্রোমোশানাল গান ‘বিরজু’-তে একসঙ্গে দেখা যাবে ফাইভ স্টারকে।
গানের ভিডিওটি ইতোমধ্যেই ইউটিউবে জনপ্রিয় হয়েছে। ভিডিওতে গান গেয়েছেন মিকা সিং ও উদিত নারায়ণ। মিকা এই ফেভারিট ফাইভের ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন। গানটিও বেশ মজাদার। সকলকেই দেখা যাবে নিজেদের হিট লুকে। হৃত্বিককে দেখা যাবে ধুমের লুকে। খিলাড়ি অক্ষয় সামনে এসেছেন নিজের চিরাচরিত কিলার খিলাড়ি লুকে। শাহেনশা ও সিংঘম কিন্তু স্যুট পড়েই পা মিলিয়েছেন প্রভুদেবাদের সঙ্গে। আর একেবারে ‘ফাঙ্কি’ লুকে দেখা যাবে রণবীর সিংকে। বাজিরাও মাস্তানির অভিনেতার লুক প্রথমে চমকে দিলেও পরে ভিডিও দেখলে কারণ বোঝা যাবে। গানের বেশিরভাগ র্যাপেই গলা মিলিয়েছেন তিনি। গানটিও বেশ মজাদার। এই পাঁচ অভিনেতাকে গানে বিরজু নামের কাউকে মায়ের হাতের বালা ফেরত দিতে বলতে শোনা যাবে। আর এই ভিডিও জনপ্রিয় হওয়ার কারণ যথেষ্ট। সচরাচর বলিউডের দুজন সুপার স্টারকে এক ফ্রেমে দেখা যায় না। আর সেখানে একসঙ্গে পাঁচজন। তাও বিগ বি থেকে শুরু করে হৃত্বিক, অক্ষয়, রণবীর। বিগ বি যেখানে থাকবেন সেটাই যে হিট তা বলাই বাহুল্য। সেইসঙ্গে নন ড্যান্সার সিংঘম অজয়ের র্যাপ, গ্রিক গড আর খিলাড়ি অক্ষয়ের ডান্স মুভ আরও হিট করবে ভিডিওটিকে।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি,২০১৫/ রোকেয়া।