তামাশা ছবির শ্যুটিং করতে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন এখন কলকাতায়। কিন্তু তিনি হয়তো ভুলেও ভাবেননি কলকাতাবাসী তাকে এভাবে হতভম্ব করবে। আসলে হতভম্ব নয় বরং তাকে খুশি করতে দীপিকাকে ১২টি ডাক টিকিট উপহার দেওয়া হয়। যার প্রতিটাতেই রয়েছে দীপিকার নিজের প্রতিমূর্তি।
জানা যায়, ছবির শুটিংয়ে মাঝেই তার ছবি দেওয়া ডাক টিকিট উপহার দেওয়া হয় তাকে। তবে শুধু দীপিকাকে নয় পরিচালক ইমতিয়াজ আলিকেও দেওয়া হয় তার মুখের ছবি দেওয়া ডাক টিকিট।
‘তামাশা’ ছবিটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলি। ছবিতে দীপিকার বিপরীতে অভিনয় করছেন তার পুরনো বয়ফ্রেন্ড রণবীর কাপুর। ছবিতে রণবীরকে দেখা যাবে ভবঘুরের চরিত্রে। সে নানা জায়গায় ঘুরে ঘুরে তিনি ‘তমাশা’ দেখিয়ে বেড়ান। আর দীপিকা থাকছেন কমিক্স-পাগল এক মেয়ের চরিত্রে। এক দিন তাদের দেখা হয়। তার পরে এরা দু’জন মিলে বেরিয়ে পড়ে এক অন্য অ্যাডভেঞ্চারের নেশায়। ব্যস এইটুকু কারণ এর বেশি ছবির প্লট নিয়ে মুখ খুলতে নারাজ ছবির পরিচালক।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব