আগামী মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৫। বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ আসর উপলক্ষে নতুন গান তৈরি করেছে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। 'বাংলাদেশ' শিরোনামের গানটি গেয়েছেন আরফিন রুমি ও কর্নিয়া। সুর ও সংগীতায়োজনও করেছেন আরফিন রুমি। গানটি লিখেছেন জনি হক।
আর গানটি নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
আরফিন রুমি ও কর্নিয়ার পাশাপাশি এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকারা। থাকছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্মরণীয় কয়েকটি মুহূর্ত। গানটি তৈরির পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে বাংলানিউজের বিনোদন বিভাগ এবং নির্মাণ প্রতিষ্ঠান সিনেমাওয়ালা।
গতকাল গান ও মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। 'বাংলাদেশ' গানটি নির্মাণের উদ্যোগ প্রসঙ্গে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের এডিটর-ইন-চিফ আলমগীর হোসেন বলেন, 'আমাদের জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপ জিতবে, আমরা সব বাংলাদেশি এ স্বপ্ন দেখি। সামনে বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে, তাই বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রেরণা যোগাতেই গান তৈরির উদ্যোগ নিয়েছি। আশা করি, মিউজিক ভিডিওটি সবার কাছে উপভোগ্য হবে।'