আজ এসএ টিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে তথা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি দর্শকদের উপভোগের জন্য চ্যানেলটি সাত দিনব্যাপী আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠানের। আজ রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে শুরু হবে এসএ টিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। সকাল থেকে আমন্ত্রিত অতিথিদের আগমনে মুখরিত থাকবে এসএ টিভির মূল সম্প্রচার ভবন। দিনভর চলবে অনুষ্ঠান। পাশাপাশি বরেণ্য সংগীত শিল্পী ফেরদৌসী রহমানকে এসএ টিভির পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হবে বেলা ১২টা ৩০ মিনিটে। এরপর চলবে অন্যান্য অনুষ্ঠান। কর্তৃপক্ষের প্রত্যাশা নতুন বছরে চ্যানেলটি দর্শকের আরো কাছাকাছি যাবে।