বাবা-মা কিংবা অন্য কোনো স্বজন নয় আলিয়া ভাটের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তার ড্রাইভার। শুক্রবার এনডিটিভি কার অ্যান্ড বাইক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের বক্তৃতায় এ কথা বলেন ২১ বছর বয়সী এ অভিনেত্রী। এনডিটিভি কর্তৃপক্ষ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অব দ্য ইয়ার খেতাবে ভূষিত করেন ভাট কন্যাকে। কোকাকোলা, গার্নিয়ার, মেবিলাইনসহ নামিদামি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন সবচেয়ে কম বয়সে, অ্যাওয়ার্ড তো আশা করাই যায়। সে অনুষ্ঠানেই ড্রাইভারকে গুরুত্বপূর্ণ মানুষ আখ্যায়িত করে তিনি বলেন, 'যে মানুষটি আমায় স্কুটার এবং গাড়ি চালানো শিখিয়েছেন, আমার কাজের প্রয়োজনে সবচেয়ে কম সময়ে পৌঁছে দেন, তিনি আমার ড্রাইভার। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তার নাম সুনীল। তিনি আমার প্রতিটি বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপন দেখে অন্যদের প্রতিক্রিয়া কী হয় তা লক্ষ্য করেন। সমালোচকের মতো আমার কাজের পোস্টমর্টেম করেন। তার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।'