বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার মাথার চুলে নতুন স্টাইল দিয়েছেন। সচরাচর লম্বা চুল রাখতে অভ্যস্ত প্রিয়াঙ্কা এবার নিজের চুল কেটে ছোটো করে ফেলেছেন। টু্ইটারে এক বার্তায় একথা প্রিয়াঙ্কা নিজেই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ভক্তরাও 'ওয়াউ', 'বিউটিফুল' এবং 'কুল' শব্দ ব্যবহার করে প্রিয়াঙ্কার নতুন হেয়ারস্টাইলকে সাদরে গ্রহণ করেছে। খবর ইন্ডিয়া টুডে'র
টুইটারে নতুন হেয়ারস্টাইল করার কথা জানানোর পাশাপাশি ফেসবুকে নিজের নতুন লুকসংবলিত ছবিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। নতুন লুকে তাকে চিনতে কিছুটা কষ্টসাধ্য হতে পারে ভক্তদের।
উল্লেখ্য, ২০১০ সালে 'আনজানা আনজানি' নামে একটি মুভিতে কিয়ারা চরিত্রে প্রিয়াঙ্কাকে ছোটো চুলে দেখা গিয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০১৫/শরীফ