দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের এইচআইভি/এইচড অভিযানের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা অজয় দেবগন। শুভ্চ্ছোদূত হওয়ার পরপরই ভারতের জাতীয় যুব দিবস উপলক্ষ্যে মুম্বাইয়ের আশি জনের বেশি যুবক ও অন্যান্য ঊর্ধ্বতন সম্মানিত ব্যক্তিদের নিয়ে বিশেষ একটি প্রতিজ্ঞা নেন অজয়। খবর টাইমস অব ইন্ডিয়ার
যুব দিবস উপলক্ষ্যে অজয় বলেন, ভারত যেসব প্রধান রোগগুলোর বিরুদ্ধে লড়াই করছে এইচআইভি এইডস হচ্ছে তাদের একটি। এটা বলতে ভালো লাগছে যে ভারত এইডসকে খুব নিম্ন স্তরে রাখতে সক্ষম হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০১৫/শরীফ