হলিউড তারকাদের নগ্ন হওয়াটা ডাল-ভাত। শুধু চলচ্চিত্রের মধ্যেই নয়, সমুদ্র সৈকত বা নাইট ক্লাবেও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন হর-হামেশা। আর ম্যাগাজিনের কাভার গার্ল হলে তো কথাই নেই। অনায়াসে কাপড় খুলে দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে। সম্প্রতি চরিত্রের প্রয়োজনে সম্পূর্ণ নগ্ন হলেন মডেল ও অভিনেত্রী কেলি ব্রুক।
মিডডে জানায়, মার্চ মাস থেকে শুরু হতে যাচ্ছে টেলিভিশন সিরিয়াল 'ওয়ান বিগ হ্যাপি'। আর এতে অভিনয় করছেন কেলি ব্রুক। এই সিরিয়ালের ট্রেলারে বিবস্ত্র অবস্থায় দেখা গেছে ৩৫ বছর বয়সী এ নায়িকাকে। অবশ্য হাত দিয়ে কাপড়ের কাজটি সারার চেষ্টা করেছেন তিনি।
চরিত্রের প্রয়োজনে নগ্ন হওয়ার কথা বললেও কেলি মোটেও এ ব্যাপারে আত্মবিশ্বাসী নন। তিনি বলেন, 'আমার মনে হয় না লেসবিয়ানদের জগতে আমি জায়গা করতে পারব। আর এ চরিত্রের জন্য প্রশংসা পাব তাও মনে হয় না।
কমেডি সিরিয়ালটি প্রযোজনা করছেন খ্যাতনামা উপস্থাপক এলেন ডিজেনেরিস। আরও অভিনয় করছেন- এলিসা কাথবার্ট, ব্রুক লায়নস ও মিশান আকুয়া।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০১৫/আহমেদ