সোনাক্ষির বড় ভাই কুশের বিয়েতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার শত্রুঘ্ন সিনহার বড় ছেলের বিয়েতে বলিউড তারকাদের ভীড়ে অতিথি হিসেবে উপস্থিত হন নরেন্দ্র মোদিও। এতে অনুষ্ঠানের জাঁকজমক আরও বেড়ে যায়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, বাবা শত্রুঘ্ন সিনহার চলচ্চিত্র ব্যবসার দেখভাল করেন কুশ সিনহা। লন্ডনের বিখ্যাত এনআরআই পরিবারের মেয়ে তরুণা আগারওয়ালের সঙ্গে মুম্বাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
এর এক সপ্তাহ আগে কুশের বিয়েতে আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শত্রুঘ্ন পরিবার। সেখানে বিয়েতে আসবেন বলে সোনাক্ষিকে কথা দিয়েছিলেন মোদি। আর সেই কথা রাখতে ঠিকই বিয়ের আসরে হাজির হন তিনি। সেই সুযোগে পিএমের সঙ্গে বেশ কয়েকটি সেলফিও তুলে নেয় সোনাক্ষির পরিবার।
প্রধানমন্ত্রীকে পেয়ে ভীষণ খুশি সোনাক্ষি। তাই নিজের টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন সোনাক্ষি।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০১৫/আহমেদ