মেয়ের আবদার রাখতে টপলেস হলেন বলিউড অভিনেত্রী পূজা বেদি। আর নিজের ইউটিউব শো 'ইএফএফ এন বেদি'-তে একটি ভিডিও আপলোড করে তা সবাইকে জানান দেন সাবেক এ নায়িকা। পূজা বেদি ভিডিওটি টুইটারেও পোস্ট করেন।
ভিডিওটিতে তিনি জানান, তার মেয়ে আলিয়া ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের জন্য তাকে টপলেস হতে বলে! আর মেয়েকে অ্যাসাইনমেন্টে সহায়তাও করেন তিনি।
মেয়ে আলিয়ার এই ফটোগ্রাফি অ্যাসাইনমেন্ট সম্পর্কে পূজা জানিয়েছেন, 'আমার মেয়ের রঙ করার জন্য খোলা পিঠের প্রয়োজন ছিল। তাই সেভাবেই তাকে সহায়তা করেছি।'
'ইএফএফ এন বেদি'- পূজা বেদি ও তার মেয়ে আলিয়া বেদির ইউটিউব শো। এখানে তারা নিজেদের চিন্তাভাবনা দ্বিধাহীনভাবে তুলে ধরেন।
ভিডিও দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=nf0J69FYd8s
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০১৫/আহমেদ