মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় এক সাইকেল আরোহীকে দেখে চমকে গেলেন সকলেই। কেউ অবাক হলেন। কেউ কেউ আবার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। আসলে সাইকেলে যিনি চালাচ্ছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং সালমান খান।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সলমন নিজেই একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ব্যস্ত রাস্তায় সাইকেলে চলেছেন তিনি। নায়কোচিত অবশ্য বজায় রেখেছেন। হাতল না ধরেই সাইকেল চালিয়ে যাচ্ছেন তিনি।
ইতিমধ্যেই ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শুটিং শেষ করে ফেলেছেন তিনি। আপাতত চলছে ‘বজরঙ্গি ভাইজান’ ছবির কাজ। কবির খানের এ ছবির জন্য কাশ্মীর যাবেন তিনি। তার আগে খানিকটা সময় মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় সাইকেল চালিয়ে মেজাজ ফুরফুরে করে নিলেন বলিউড সুপারস্টার।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৫/মাহবুব