সিনেমা পর্দায় নিজের হিরোগিরি দিয়েই সব সমস্যার সমাধান করেন শাহরুখ খান। কিন্তু এবার নিজেই সমস্যা সৃষ্টি করলেন জনজীবনে। তার জন্য রীতিমতো গণ্ডগোল লেগে গেল গোয়ায়। 'দিলওয়ালে' হতে গিয়ে বিপত্তি বাধালেন শাহরুখ। ছবির শুটিং চলাকালীন একটি ব্যস্ত রাস্তা বন্ধ করে বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। রোহিত শেঠির 'দিলওয়ালে' ছবির শুটিংয়ে গোয়ায় এ ঘটনা। শুটিংয়ে শাহরুখ ছাড়াও ছিলেন বরুণ ধাওয়ান। দৃশ্যায়নের প্রয়োজনেই ইউনিটের লোকজন রাস্তা বন্ধ করে শুটিং শুরু করেন। ঘটনাক্রমে রাস্তাটি ছিল গোয়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। আর তাই কিছুক্ষণ বন্ধ থাকার কারণে সৃৃষ্টি হয় যানজট। এ নিয়ে জনরোষে পড়েন পরিচালক এবং স্বয়ং শাহরুখ খান। গোয়ায় শুটিং দেখাশোনা করার দায়িত্বে ছিল যে সংস্থা, তারা নাকি রাস্তা বন্ধ করার কোনো অনুমতি নেয়নি। তবে শাহরুখ খান বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি। তার জনপ্রিয়তা ব্যাহত না করেই সমস্যার সমাধান করবেন বলে আশা সবার।