বর্তমানে মুম্বাইয়ে 'ফ্যান' সিনেমার শুটিংয়ে ব্যস্ত বলিউড কিং শাহরুখ খান। এই শুটিংয়েরই এক ফাঁকে ভক্তরা কিং খানকে দেখার সুযোগ পাই। কিন্তু দেখে হবাক হবেন তার চেহারা ও পোশাকের অবস্তা দেখে। কারণ এসময় শাহরুখের শরীরে ছিল তোয়ালে ও ডেনিমের জ্যাকেট।
শুটিংয়ের ফাঁকে প্রিয় অভিনেতাকে হঠাৎ এভাবে দেখতে পেয়ে যেমন খুশি ভক্তরা, তেমনি খুশি শাহরুখও। একারণে ছবিতে শাহরুখের মুখেও হাসি ফুটে উঠেছে।
এ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। এক সুপারস্টার ও তার মতোই দেখতে এক অনুরাগীর চরিত্রে দেখা যাবে তাকে।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৫/মাহবুব