গত কয়েক বছরে বেশ কয়েকজন মডেল ও অভিনেত্রীর বিচরণ ঘটেছে রূপালী জগতে। এদের মধ্যে কেউ কেউ যত দ্রুত আলোচনায় এসেছিলেন ঠিক তত দ্রুতই আবার আলোচনার বাইরে চলে গেছেন। কেউ কেউ এখনও বিচরণ করছেন নিজের আলোকছটা ছড়িয়ে। এদের মধ্যে জিনিয়া খন্দকার অন্যতম। প্রতিশ্রুতিশীল অভিনেত্রী হিসেবে নিজেকে কচ্ছপ গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে বাড়ছে তার পরিধি।
জিনিয়া জানান, মধুমতি উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের করা ছবিতে প্রথম কাজ করেন তিনি। এরপর একে একে জড়াতে থাকেন ছোট পর্দার নাটকে। জিনিয়ার প্রথম নাটক কায়সার আহমেদের ‘অবগুণ্ঠন’। এরপর কায়সার আহমেদের ‘উত্তরাধিকার’, সৈয়দ শাকিলের ‘স্ক্যান্ডাল’, জাহিদুল ইসলাম বিপ্লবের ‘পালাবার পথ নেই’সহ প্রচুর নাটকে তিনি কাজ করেছেন । অন্যদিকে হাইফ্যাশন গ্যালারি, হুইল, প্রাণ পটেটো ক্র্যাকার্সসহ প্রায় ১০টি বিজ্ঞাপনে মডেল হয়েছেন জিনিয়া।
কিন্তু অনেকটাই মিডিয়া বিমুখ মঞ্চে থেকে উঠে আসা উদীয়মান এই অভিনেত্রী। বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে জিনিয়া বলেন, এ মুহুর্তে আমার অভিনীত পাঁচটি ধারাবাহিক নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হচ্ছে। কাজ চলছে সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘দি ভিলেজ ইঞ্জিনিয়ারসহ তিন-চারটি ধারাবাহিক নাটকের। এছাড়া অভিনয়ে ব্যস্ততার জন্য মঞ্চে কাজ করা হয়ে উঠছে বলে জানান জিনিয়া।