বলিউড নায়কদের মধ্যে সালমান বরাবরই একটু আলাদা। সবচেয়ে নামকরা এ ব্যাচেলরের কাজেকর্মে পাওয়া যায় বেপরোয়া একটা ধাঁচ। আর সাত পাঁচ না ভেবে নিজের মতো করে একটা কিছু ঘটিয়ে দিতেও তার জুড়ি নেই। এবার যাবতীয় প্রটোকল ও নিরাপত্তার তোয়াক্কা না করে মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় চালালেন সাইকেল। ব্যস্ত রাস্তায় সাইকেলে প্রিয় তারকাকে দেখে চমকে গেলেন সবাই; কেউ অবাক হলেন; কেউ কেউ আবার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।
সোশ্যাল মিডিয়ায় সালমান নিজেই একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ব্যস্ত রাস্তায় হাতল না ধরেই সাইকেলে চড়ছেন তিনি। এবারই প্রথম সাইকেলে এমন বিশেষ মুডে দেখা যায়নি তাকে। এর আগেও একবার তিনি ঠিক করেছিলেন, শুটিংয়ে যাবেন সাইকেলে করেই। মুম্বাইয়ে যে হারে ট্রাফিক জ্যাম হয় তাতে সময় বাঁচাতে এটাই সহজ পন্থা মনে হয়েছিল তার কাছে।
মাঝে মধ্যেই হঠাৎ করে নিরাপত্তা রক্ষী ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েন সালমান। ভক্তদের সঙ্গে দেখা করেন, কথাবার্তা বলেন। সে সব ছবিও নিয়ম করে পোস্ট করেন ভক্তদের জন্য। শুটিং বা পেশাগত জীবনের চাপ থেকে বাঁচতে এমনটাই করে থাকেন দাবাং তারকা। আর সাইকেলের প্রতি যে সল্লুর একটা টান রয়েছে তা 'কিক' মুভির মাধ্যমেই প্রমাণ মেলে।
উল্লেখ্য, 'প্রেম রতন ধন পায়ো' নামে সালমানের নতুন একটি ছবির শুটিং শেষ। এতে সালমানের বিপরীতে দেখা যাবে সোনম কাপুরকে। আর এখন 'বজরঙ্গি ভাইজান' নামে নতুন একটি মুভিতে কাজ করছেন।
বিডি-প্রতিদিন/ ৮ এপ্রিল ২০১৫/শরীফ