আর মাত্র কয়েকটা দিন। তারপরই আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব 'পহেলা বৈশাখ'। কবিগুরুর 'এসো হে বৈশাখ এসো এসো' গানের তালেই বছরকে বরণ করে নিতে প্রস্তুত সবাই। প্রস্তুতি নিয়েছেন শোবিজ তারকারাও। এরই মধ্যে সবাই নতুন পোশাক, ইলিশ-পান্তার আয়োজন এবং উৎসবের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। তবে তারকাদের মধ্যে বেশি ব্যস্ত সংগীতশিল্পীরা। তারা বর্ষবরণের উৎসবে অংশগ্রহণের পাশাপাশি বাড়তি দায়িত্ব পালন করেন। গানে গানে সবাইকে মুগ্ধ করার দায়িত্ব তো তাদেরই। রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মোহাম্মদ, খায়রুল আনাম শাকিল, অণিমা রায়, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা-তুজ-জোহরাসহ অনেকেই এখন গান নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছেন। বিভিন্ন চ্যানেলে গান গাওয়ার পাশাপাশি বৈশাখের দিনের আয়োজন তো রয়েছেই। ফাতেমা-তুজ-জোহরা বলেন, 'এবারের বৈশাখে আমার নতুন অ্যালবাম আসছে। বর্ষবরণে শ্রোতাদের জন্য এটা আমার উপহার।' তিনি আরও বলেন, 'বৈশাখ উপলক্ষে তো গান পরিবেশন করতেই হচ্ছে। হবেও। বাঙালির উৎসব হবে আর সংগীত থাকবে না তা কী করে হয়! আমরা তো আমুদে জাতি'। রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, 'পুরনো গ্লানি মুছে নতুনভাবে আবার জেগে উঠবে পুরো জাতি। আর গানে গানে আনন্দ প্রকাশ করেই নতুন বছরকে স্বাগত জানানো হবে। সবার মতো আমিও প্রস্তুত।'
বর্ষবরণে প্রতি বছর ব্যান্ড সংগীতের আয়োজনও থাকে ব্যাপক। এলআরবি, নগরবাউল, মাইলস, ফিডব্যাক থেকে শুরু করে নতুন ব্যান্ডও পারফরম করে। আর বর্ষবরণ মানে তো ব্যান্ডের গান 'মেলায় যাইরে' কালজয়ী। এ গানের গায়ক ফিডব্যাক ব্যান্ডের সাবেক সদস্য মাকসুদুল হক বলেন, 'বর্ষবরণ মানে এখনো মেলায় যাইরে গান সবার মনে মনে বাজে। আমাদের সংস্কৃতিতে এসো হে বৈশাখ গানটির পরই মেলায় যাই রে গানের অবস্থান। প্রতি বছর তাই গানটি ঘটা করেই গাইতে হয়। এবারও এ গান ছাড়া উৎসব জমবে না।' এলআরবি ব্যান্ডের প্রধান আইয়ুব বাচ্চু বলেন, 'অনেকগুলো শোয়ের অফার পেয়েছি। সবগুলো তো আর করা সম্ভব নয়। কিছু শো করব।' নগরবাউলের জেমস বলেন, 'পহেলা বৈশাখে ওপেন এয়ার কনসার্ট করার রেওয়াজ বেশ পুরনো। আমার বেশ ভালোই লাগে এ আয়োজন। উৎসবে গান মানেই বাড়তি আনন্দ'।
গানের পাশাপাশি চলচ্চিত্রাঙ্গনেও বর্ষবরণ প্রস্তুতি চূড়ান্ত। প্রতি বছর এফডিসিতে বিশেষ আয়োজন থাকে। এদিন কোনো শুটিং নয় শুধু আড্ডা। এবারও তাই থাকছে। তাই আয়োজকরা প্রস্তুতি নিয়েছেন। আর তারকারা সেই আয়োজনে অংশ নিতে কেনাকাটা করছেন। অনেকে কেনাকাটা শেষ করেছেন। গতকাল কেনাকাটা করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, 'এবারের বৈশাখ উপলক্ষে অনেকগুলো পোশাক কিনেছি। নিজের জন্য তো অবশ্যই, স্বজনদের জন্যও কিনেছি।'
শাকিব খানও প্রস্তুত বর্ষবরণের জন্য। তিনি বলেন, 'শুধু শুটিং আর শুটিং। দর্শকদের বিনোদন দিতে গিয়ে নিজের বিনোদনই নেই। তাই বর্ষবরণের মতো উৎসব ভালোই লাগে। একটু হৈহুল্লোড় করা যায়।'
এদিকে টিভি পর্দার তারকারা প্রতি বছরের মতো এ বছরও ঘটা করে বর্ষবরণ আয়োজনে অংশ নিচ্ছে। প্রতি বছর টেলিহোমের আয়োজন থাকে নাটকের শিল্পী, কলা-কুশলীদের নিয়ে। এখানে অংশ নেন সবাই। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আর এ আয়োজনে অংশ নিতে শিল্পীরা প্রস্তুতি নিচ্ছেন। নতুন পোশাক কিনছেন। পাশাপাশি বাসায়ও ইলিশ-পান্তার আয়োজন রাখছেন।
সবমিলিয়ে বর্ষবরণ উপলক্ষে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ।