বরাবরের মতো এবারও মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে বৈশাখের বিশেষ 'পাঁচফোড়ন'। একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে দুটি বিষয় থাকে। একদিকে নাটক এবং অন্যদিকে নাটকের ফাঁকে ফাঁকে বিভিন্ন আইটেম।
এবারের 'পাঁচফোড়ন' সাজানো হয়েছে পহেলা বৈশাখে দুই বন্ধুর গল্পের মাধ্যমে। বৈশাখের সকালে এক বন্ধুর বাসায় বেড়াতে আসে অপর বন্ধু। তারপর দুই বন্ধু বেরিয়ে পড়ে মেলার উদ্দেশ্যে। ঘুরে বেড়ায় মেলার বিভিন্ন স্থানে। হাজার হাজার মানুষের সঙ্গে মিশে যায় প্রাণের মেলায়। চলার পথে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। আর এসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও আরফান। অভিনয়ের মাধ্যমে তাদের মূলত সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।
তিনটি গান রয়েছে এবারের পর্বে। বৈশাখকে নিয়ে একটি গান গেয়েছেন বাপ্পা মজুমদার ও তার বন্ধুরা। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। আর একটি গেয়েছে ধ্রুবতারা ব্যান্ড। সুর ও সংগীত পরিচালনা করেছেন এসআই টুটুল। দুটি গানই লিখেছেন কবির বকুল। বৈশাখকে নিয়ে একটি বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করেছেন শিল্পী অর্জুন। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু।
এ ছাড়া রয়েছে নান্দনিক আরও নানা আয়োজন। প্রচার হবে ১৪ এপ্রিল রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।