বহু অভিনেতার ক্ষেত্রেই 'লুক আলাইক' দেখা যায়। অর্থাৎ চেহারায় হুবহু মিল রয়েছে। তবে অভিনেত্রীদের ক্ষেত্রে এ ব্যাপারটা একটু কমই দেখা যায়। সম্প্রতি সোনাক্ষী সিনহার মতো হুবহু দেখতে এক তরুণীর খোঁজ মিলল। চেহারার মিল থাকায় বাগিয়েছেন অভিনয়ের প্রস্তাবও। নাম প্রিয়া মুখোপাধ্যায়। লন্ডনের বাসিন্দা। নিজের ও সোনাক্ষীর ছবির কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করার পরই সবার নজরে আসেন তিনি।
একটি জনপ্রিয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষীর সঙ্গে হুবহু মিল থাকায় ছোট পর্দায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন প্রিয়া। এমন প্রস্তাব হাতছাড়া করতে চাইছেন না প্রিয়া নিজেও। তাই এবার লন্ডন ছেড়ে ভারতে খুঁটি পোঁতার কথা ভাবছেন তিনি। প্রিয়ার জন্ম ইতালিতে। প্রিয়ার মা ইতালিয় নারী। এক প্রবাসী বাঙালিকে বিয়ে করে লন্ডনেই বসবাস শুরু করেন তিনি। প্রিয়া সবসময়ই চেয়েছিলেন অভিনয়ের জগতে আসতে। আর তাই সোনাক্ষীর সঙ্গে মিল থাকার সুবাদে অভিনয়ের প্রস্তাব পেয়ে খুশি প্রিয়া।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৫/ এস আহমেদ