আজ সংগীত জগতে পা রাখার ৫০ বছর পূর্তি হচ্ছে উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার। তাই দিনটি তার জন্য তো বটেই, ভক্ত-শ্রোতাদের কাছেও বিশেষ মর্যাদার। আর দিনটির গুরুত্ব রুনা নিজেও জানেন। তাই আজকের দিনে সবাইকে সুরের মূর্ছনায় ভাসাবেন তিনি। সংগীতে তার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে 'সেলিব্রেশন অব মিউজিক' শিরোনামের কনসার্ট। আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটির আসর বসবে। এখানে রুনা লায়লা উপস্থিত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে আরও থাকছে বলিউডের পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান এবং ভারতীয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। তিনি কেকে নামে বেশি পরিচিত। 'সেলিব্রেশন অব মিউজিক' অনেক দিন দর্শকদের মনে থাকবে বলেই প্রত্যাশা আয়োজক এনটারেজ এন্টারটেইনমেন্টের। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক সামরীন ইসলাম জানান, 'দর্শনীর বিনিময়ে সবাই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন।'
এ কনসার্ট নিয়ে সংগীতাঙ্গনে বেশ আলোচনা হচ্ছে। সবাই কনসার্টে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছেন। কারণ একটাই, একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থাকা। রুনা বলেন, 'মনে হলো সেদিন গান শুরু করলাম। ৫০ বছর হয়ে গেল। সময় কত দ্রুত ছুটে চলে।'
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি।