আজ মুক্তি পাচ্ছে আলোচিত ছবি 'ছুঁয়ে দিলে মন'। শিহাব শাহীন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন আরেফিন শুভ, জাকিয়া বারী মম, ইরেশ যাকের, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ। মুক্তির আগেই 'ছুয়ে দিলে মন' নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনার মূল কারণ নির্মাতা শিহাব শাহীন। ছোটপর্দার জনপ্রিয় এই নির্মাতার প্রথম ছবি এটি। তার থেকে দর্শকের প্রত্যাশা অনেক। অবশ্য মুক্তির আগেই তিনি ছবির গান এবং ট্রেলার দিয়ে দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছেন। শিহাব শাহীন বলেন, 'আমি শুধু এটুকুই বলব, আপনারা হলে এসে ছবিটি দেখুন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না।' ছবিটি নিয়ে অভিনয়শিল্পী শুভ-মমর প্রত্যাশাও অনেক। আর চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, 'ছুঁয়ে দিলে মন' দিয়ে ঢাকার ছবিতে এক ধরনের পরিবর্তনও আসবে। পরিবর্তনটা গল্প বলার ধরন, নির্মাণশৈলী এবং পরিচ্ছন্নতায়। এখন দেখার পালা, দর্শক ছবিটি কিভাবে গ্রহণ করে।