তার নাচের তালে সেই যে দর্শকের দিল 'ধক ধক' শুরু আজও তা একই রকম। সময় পেরিয়েছে। কিন্তু মাধুরী ম্যাজিক ফুরোয়নি। আর তাই তিনি আজও তরুণ নায়ককে ডেকে দিতে পারেন তার ঘাঘরার ব্রেকিং নিউজ। নিজেকে এতটাই ফিট রেখেছেন মাধুরী দীক্ষিত। ওয়ার্ল্ড হেলথ ডে'তে তিনি জানালেন তার এই ফিট থাকার রহস্য। কয়েকদিন আগেই উইকেন্ডে তীরন্দাজি করেছেন মাধুরী। মজা করে তিনি জানিয়েছেন, ঠিক কোনো একটা সিনেমার মতোই তিনি নেমেছেন তীরন্দাজিতে। তবে তা অবশ্য তার চেহারা ধরে রাখার রহস্য নয়। বিশ্ব স্বাস্থ্য দিবসে মাধুরী ম্যাজিকের রহস্য ফাঁস করে বলেছেন, নাচ এবং অভিনয়ই তাকে একই রকম রেখেছে। বলিউডে মাধুরীর নাচের দক্ষতা প্রশ্নাতীত। যখন 'আইটেম সং'র এতটাও চল হয়নি, তখনই একের পর এক ছবিতে নেচে তিনি মাত করেছেন। আর তার অভিনয়ের মাধুরীর প্রমাণ তিনি বারবার দিয়েছেন। বলিউডে যখন নতুন নায়িকারা চলে এসেছেন, মাধুরী ও তার সমসাময়িক নায়িকাদের জমানা যখন প্রায় শেষ, তখনো মাধুরী থাকেন অ্যাওয়ার্ড সেরিমনিতে বেস্ট অ্যাকট্রেসের নমিনেশনে। নিজেকে এতদিন ধরে ফিট ও শেপে রাখার রহস্য যে এই অভিনয় আর নাচ সে কথাই স্বাস্থ্য দিবসে ভাগাভাগি করে নিলেন মাধুরী। একই সঙ্গে তিনি জানালেন, সবাই যাতে স্বাস্থ্য সচেতন হয়ে ওঠে, সেদিকে নজর রাখতে হবে। আপাতত কোনো ছবিতে অভিনয় করছেন না মাধুরী। কিন্তু নাচ থেকে দূরে নেই। নিজের ওয়েবসাইটের 'ডান্স উইদ মাধুরী' প্রোগ্রামকে নিয়ে এসেছেন সোস্যাল মিডিয়াতেও। নাচ আর অভিনয়েই আজও তিনি দিতে পারেন 'ব্রেকিং নিউজ'।