'বালুচরী' শিরোনামের একটি নাটকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। গুঞ্জন রহমানের লেখা এই শীর্ষ সংগীতের সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ নাসের বাবু। গানটি নিয়ে সামিনা চৌধুরী বলেন, 'খুবই সুন্দর গান। কথাগুলো খুব ভালো লেগেছে। আর সুরের কথা বলতে গেলে বলতে হবে, মেলোডিয়াস। এক কথায় মন ছুঁয়ে যায়। গানটি গেয়ে খুবই ভালো লেগেছে।' বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরেছেন সামিনা চৌধুরী। তাই আপাতত পরিবারকেই সময় দিতে চান তিনি। বর্ষবরণ শেষে আবারও ফিরবেন গানে। তবে অপেক্ষায় আছেন তার একক অ্যালবাম প্রকাশের। দেশের বর্তমান অবস্থার জন্যই আটকে আছে অ্যালবামটি। 'পুষ্পবৃষ্টি' নামের অ্যালবামটি প্রকাশ করবে একটি টেলিকম প্রতিষ্ঠান। অ্যালবামের গানগুলো লিখেছেন আবদুল বারী। বাপ্পা মজুমদার ও ইবরার টিপুর সংগীতায়োজনে মোট ১১টি গান থাকছে অ্যালবামে। অ্যালবাম নিয়ে শিল্পী বলেন, 'অ্যালবামটি প্রকাশের অপেক্ষায় আছি। প্রকাশক কোম্পানি দেশের অবস্থা ভালো হলে অ্যালবামটি মুক্তি দিতে চাইছে। বর্তমানে যে অবস্থা তাতে গান প্রকাশ করলেও শোনার মতো পরিস্থিতিতে আছেন ক'জন?'